প্রযুক্তি যেমন ক্ষতি বয়ে আনছে পরিবেশ ও মানুষের ওপর তেমনি আশীর্বাদস্বরুপ কাজ করে যাচ্ছে চিকিৎসাব্যবস্থা আরো উন্নতকরণে। চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তি এমনসব উদ্ভাবন করে চলেছে যাতে রোগভোগে মানুষের কষ্ট হ্রাস পাচ্ছে। রোগ নির্ণয় এবং নির্ময় এখন আরো সহজ। প্রযুক্তির উদ্বাবনের কোনো সীমানা নেই। নতুন নতুনসব উদ্ভাবন করে গবেষকরা পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছেন। আজকে জানবো সেরকম কিছু উদ্ভাবনের কথা যা মানুষের জীবনীশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করছে।